ইউক্রেনকে 'রুশ-বিরোধী' রাষ্ট্রে পরিণত করেছে পশ্চিমারা ! পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী

কি অভিযোগ করলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
220325163503-putin-zelensky-trump-split

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনকে একটি 'রুশ-বিরোধী' রাষ্ট্রে পরিণত করার জন্য এবার পশ্চিমা দেশগুলিকে সরাসরি অভিযুক্ত করলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ। তিনি স্পষ্ট জানিয়েছেন,''পশ্চিমা দেশগুলির ওপর থেকে আস্থা হারিয়ে রাশিয়া এখন BRICS (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) এবং SCO (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন)-এর মতো জোটগুলির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের দিকে ঝুঁকছে।''

সম্প্রতি একটি সাক্ষাৎকারে লাভরভ বলেন, "পশ্চিমের দেশগুলিই ইউক্রেনকে একটি 'রুশ-বিরোধী' রাষ্ট্রে পরিণত করেছে। বর্তমানে ইউক্রেন  একটি স্থলজ এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের মতো আমাদের দেশের বিরুদ্ধে একটি হুমকির ন্যায় কাজ করছে।"

trump zelenskyy

লাভরভের দাবি, পশ্চিমা দেশগুলির পৃষ্ঠপোষকতায় ইউক্রেন এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যার একমাত্র লক্ষ্য হল রাশিয়ার প্রতি ক্রমাগত হুমকি সৃষ্টি করা। এর পাশাপাশি লাভরভ এখন BRICS এবং SCO-কে রাশিয়ার "স্বাভাবিক মিত্র ও অংশীদার" হিসাবে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, এই জোটগুলি নতুন, ন্যায্য ও বহুমেরু বিশ্ব ব্যবস্থা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।