ইউক্রেনের মুখপাত্র না হয়ে সাংবাদিক হয়ে উঠুন! মার্কিন সংবাদমাধ্যমকে শিক্ষা দিলেন রুশ বিদেশমন্ত্রী

মার্কিন সংবাদমাধ্যমকে তীব্র কটাক্ষ রাশিয়ার।

author-image
Tamalika Chakraborty
New Update
lavrabh

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এক মার্কিন সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়লেন। এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, মস্কো কখনও ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের উপর হামলা চালায়নি। সম্প্রতি হাঙ্গেরির সীমান্তের কাছে একটি আমেরিকান মালিকানাধীন কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যখন প্রশ্ন করা হয়, লাভরভ দাবি করেন— ঐ কারখানাটি শুধু কফি মেশিন বানাত না, বরং ইউক্রেনের সামরিক শিল্পের সঙ্গেও যুক্ত ছিল।

russian foreign minister

লাভরভ আবারও মস্কোর যুদ্ধের লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন রুশ অভিযানের লক্ষ্য, ইউক্রেন যেন রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি না হয়, রুশভাষী জনগণকে সুরক্ষা দেওয়া হয়, আর কিয়েভ যেন নিরপেক্ষ থাকে,  ইউক্রেন পারমাণবিক অস্ত্র না পায় এবং ন্যাটোর বাইরে থাকে।

সাক্ষাৎকারে লাভরভ মার্কিন সাংবাদিককে সরাসরি বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাটকীয় কথাবার্তায় প্রভাবিত না হয়ে সত্য খবর প্রকাশ করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমা মিডিয়া ইচ্ছে করে ইউক্রেনের তথাকথিত "সন্ত্রাসী হামলা"র খবর এড়িয়ে যাচ্ছে— যেখানে ইউক্রেন রাশিয়ার কুর্স্ক অঞ্চলের পারমাণবিক কেন্দ্র ও বেসামরিক এলাকায় আঘাত হেনেছে।