কুপিয়ানস্ক ঘিরে রুশ দাবি—১৫টি ইউক্রেনীয় ব্যাটালিয়ন অবরুদ্ধ, শহর দখলের রিপোর্টও

পুতিনের “অবরুদ্ধ” মন্তব্যের পর জেরাসিমভের “দখল” দাবি—কিয়েভ এখনো স্বীকৃতি দেয়নি।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের কুপিয়ানস্ক শহরের কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর (AFU) ১৫টি ব্যাটালিয়নকে “অবরুদ্ধ” করা হয়েছে। এরই মধ্যে রুশ সামরিক প্রধান ভ্যালেরি জেরাসিমভ “নিঃসন্দেহে” শহরটি দখলের কথা রিপোর্ট করেছেন বলে জানানো হয়েছে।

Putin