দনিপ্রোপেত্রোভস্কে রুশ হামলা: নিহত বেড়ে ২, আহত অন্তত ১০

দনিপ্রোপেত্রোভস্কে রুশ হামলা হয়েছে।

author-image
Aniket
New Update
G1obPdwWwAAVkPQ

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আজ রাশিয়ার সেনারা ৫০ বারেরও বেশি হামলা চালিয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসন (ওভিএ) জানিয়েছে, হামলায় প্রাথমিকভাবে এক জন নিহত ও ১০ জন আহত হন। পরে প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে।

নিকোপোল জেলায় আর্টিলারি ও ড্রোন হামলায় ছয়টি বাড়ি, একটি দোকান, একটি শিল্পপ্রতিষ্ঠান, দুটি গুদামঘর ও একটি ট্রেলার ক্ষতিগ্রস্ত হয়। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

সিনেলনিকোভ জেলার পোকরভস্কা ও মেজিভস্কা কমিউনিটিতেও ইউএভি হামলার ফলে বাড়িঘরে আগুন লাগে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব ও উদ্ধারকাজ চলছে।