খারকিভের ওস্নোভিয়ানস্কি জেলায় রাশিয়ান হামলা, আগুন- নিহত একাধিক

খারকিভের ওস্নোভিয়ানস্কি জেলায় রাশিয়ান হামলা হয়েছে।

author-image
Aniket
New Update
s

 

 

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার হামলায় ইউক্রেনের খারকিভের ওস্নোভিয়ানস্কি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, রাশিয়ান বাহিনী ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা দিয়ে হামলা চালায়, যার ফলে অন্তত তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছে, তাদের মধ্যে এক দেড় মাসের শিশু রয়েছে। হামলায় বহু তলা ও ব্যক্তিগত আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।