ডোনেটস্ক অঞ্চলে ড্রোন হামলা ! স্লোভিয়ানস্কে নিহত ১, আহত কিশোর, বাড়ি-দোকান ক্ষতিগ্রস্ত

ফের মারাত্মক হামলা।

author-image
Debjit Biswas
New Update
drone attack

নিজস্ব সংবাদদাতা : পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে ড্রোন (UAV) হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় আঞ্চলিক সামরিক প্রশাসন (RMA) জানিয়েছে, এই হামলায় একজন ব্যক্তি নিহত এবং ১৫ বছর বয়সী এক শিশু আহত হয়েছে।

War

স্লোভিয়ানস্কে রুশ বাহিনীর চালানো এই হামলায় জনবসতিপূর্ণ এলাকায় বড়সড় ক্ষতি হয়েছে,১. মোট ১২টি ব্যক্তিগত বাড়ি এবং একটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২. হামলার পর একাধিক স্থানে আগুন লেগে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীদের তা নেভাতে বেশ বেগ পেতে হয়।