নিজস্ব সংবাদদাতা : আজ ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়ার FPV (First Person View) ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার সবথেকে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো। যারফলে ২০ হাজারেরও বেশি মানুষ বর্তমানে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আজ এমনটাই জানিয়েছেন সুমি অঞ্চলের আঞ্চলিক সামরিক প্রশাসন। এই বিষয়ে প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, "রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক বিদ্যুৎ কাঠামোর ওপর আঘাত হেনেছে। আমাদের টিম দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।"
/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)