BREAKING: ৬,০০০ ইউক্রেনীয় সেনার মৃতদেহ পাঠানো হবে সীমান্তে ! বন্দি বিনিময় নিয়ে বড় দাবি করলো রাশিয়া

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : এবার বন্দি বিনিময় নিয়ে এক বড় দাবি করলো রাশিয়া। আজ রবিবার রাশিয়া জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের মৃতদেহ বহনকারী একটি ট্রেন শীঘ্রই ইউক্রেন সীমান্তের দিকে রওনা দেবে। এই বিষয়ে রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আলেক্সান্ডার জোরিন বলেন, “আর মাত্র এক ঘণ্টার মধ্যে মৃতদেহ বহনকারী ট্রেন সীমান্তের দিকে রওনা দেবে।” রাশিয়ার দাবি, ইস্তানবুলে শান্তি আলোচনার সময় দুই দেশই  ৬,০০০-র বেশি সেনার মৃতদেহ একে-অপরকে ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। শনিবার কিছু মৃতদেহ এক্সচেঞ্জ জোনে হস্তান্তর করা হয় বলে দাবি করলেও, রাশিয়া অভিযোগ করেছে যে ইউক্রেন এখনও পর্যন্ত সেগুলির প্রাপ্তি স্বীকার করেনি। যদিও এই বিষয়ে ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি।

Putin