Russia Ukraine War: নিকোপোলে গোলাবর্ষণ!

নিকোপোলে গোলাবর্ষণ হয়েছে। 

author-image
Aniket
New Update
csA

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ানরা বেশ কয়েকবার আর্টিলারি দিয়ে নিকোপোলে গোলাবর্ষণ করেছে। ডিনিপেরোট্রোভস্কে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক এই হামলার বিষয়ে জানিয়েছেন। গোলাবর্ষণের ফলে জেলা কেন্দ্রে ২৫ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। একটি ডিপার্টমেন্ট স্টোর ভবন, একটি কিন্ডারগার্টেন, ৪ টি ব্যক্তিগত বাড়ি, গাড়ি ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।