BREAKING: নিজের দেশের নাগরিককে রাশিয়ায় পাঠাচ্ছে ইউক্রেন ! বন্দি বিনিময় নিয়ে উঠে এলো ভয়ঙ্কর তথ্য

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
ukraine army

নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার হাতে আটক ইউক্রেনীয় নাগরিকদের মুক্ত করতে ইউক্রেন সরকার গত মাসে নিজের দেশের ৭০ জন নাগরিককে রাশিয়ায় পাঠিয়েছে। মূলত এই ৭০ জন রাশিয়াকে সহযোগিতার অভিযোগে, ইউক্রেনেই এতদিন সাজা ভোগ করছিলেন। আবার এই বিনিময়কেই   ‘১,০০০-এর বদলে ১,০০০ বন্দিমুক্তি চুক্তি’র একটি অংশ বলে জানিয়েছে কিয়েভ। এই বিষয়ে ইউক্রেন সরকার দাবি করেছে যে, ''এই ৭০ জন স্বেচ্ছায় রাশিয়ায় গেছেন। কারণ সরকার একটি প্রকল্প চালু করেছে, যেখানে রাশিয়ার সঙ্গে সহযোগিতার অভিযোগে দণ্ডিতদের,সরাসরি রাশিয়ায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে।'' তবে মানবাধিকার কর্মীরা এই প্রকল্পকে “উদ্বেগজনক ও বিপজ্জনক” বলে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, ''এই পদক্ষেপ ভবিষ্যতে আরও ইউক্রেনীয়দের রুশ সেনার হাতে ধরা পড়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।''

ukraine armyy1.jpg