এক বছরের মধ্যে শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ! বড় দাবি করলেন ক্রেমলিনের বিশেষ দূত দিমিত্রিভ

কি বললেন ক্রেমলিনের বিশেষ দূত দিমিত্রিভ ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : আগামী এক বছরের মধ্যেই শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন সংঘাত বলে দাবি করেছেন ক্রেমলিনের বিশেষ দূত দিমিত্রিভ। তাঁর মতে, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই একটি "কূটনৈতিক সমাধানের" খুব কাছাকাছি পৌঁছে গেছে।

তিনি বলেন,''আগামী এক বছরের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে রাশিয়া-ইউক্রেন সংঘাত। ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্র করে রাশিয়া ও আমেরিকা একটি কূটনৈতিক সমাধানের কাছাকাছি পৌঁছে গেছে।''

Putin

ক্রেমলিনের একজন বিশেষ দূতের কাছ থেকে এই ধরনের মন্তব্য যুদ্ধ সমাপ্তি নিয়ে নতুন নতুন জল্পনার জন্ম দিয়েছে। যদিও এই 'কূটনৈতিক সমাধান'-এর খুঁটিনাটি কী হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।