Russia Ukraine War: জাপোরিঝিয়া অঞ্চলে হামলা, তছনছ চারিদিক

জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ান বাহিনী হামলা চালিয়েছে। 

author-image
Aniket
New Update
l

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। বর্তমানে জানা যাচ্ছে, রাশিয়ান বাহিনী ফের একবার ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে হামলা চালিয়েছে। জানা যাচ্ছে, জাপোরিঝিয়া অঞ্চলে ২৬ টি বসতিতে ১০৩ টি গোলাগুলি রেকর্ড করা হয়েছে।

h

 আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান, ইউরি মালাশকো এই হামলার বিষয়ে জানিয়েছেন। বাড়িঘর ও আউটবিল্ডিং সহ বত্রিশটি অবকাঠামোগত সুবিধা ধ্বংস করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

uj