রাশিয়ার রাজধানীতে তাণ্ডব! ইউক্রেনের ড্রোন হামলায় বন্ধ মস্কোর বিমানবন্দর

ইউক্রেনের ড্রোন হামলার পরে রাশিয়া ১৪০টির বেশি বিমান বাতিল করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
flight

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে একের পর এক ইউক্রেনীয় ড্রোন হামলায় চাঞ্চল্য ছড়াল! শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত টানা ড্রোন হামলার কারণে মস্কোর চারটি প্রধান বিমানবন্দরে বিপর্যয় দেখা দেয়।  শুধুমাত্র এই সময়ের মধ্যেই ১৪০টিরও বেশি বিমান বাতিল হয়েছে এবং ১৩০টির বেশি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দিতে হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার সকাল থেকে এ পর্যন্ত ২৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে মাত্র রাজধানী মস্কোর আকাশেই গুলি করে নামানো হয়েছে ২৭টি ড্রোন।

Flight

ড্রোন হানার পর মস্কোর শেরেমেতেভো, দোমোদেদোভো, ভনুকোভো এবং ঝুকোভস্কি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যদিও পরে বিমান চলাচল আবার স্বাভাবিক হয়েছে, তবে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

এভাবে ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন যে রাশিয়ার রাজধানী অবধি জবাব দিতে সক্ষম, তা এবার স্পষ্টভাবে সামনে চলে এল। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের মানচিত্রে এবার রাশিয়ার বুকে সরাসরি চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে ইউক্রেন।