New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কিয়েভের “সন্ত্রাসী হামলার” জবাবে এবার ইউক্রেনের একাধিক সামরিক ঘাঁটিতে এক বড়মাপের হামলা চালালো রাশিয়া। আজ এই কথা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে,''ইউক্রেনের উপর এই হামলায় মূলত বেশকিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, কিনঝাল হাইপারসনিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে।'' এছাড়াও রুশ কর্মকর্তারা জানান,''এই হামলার মূল লক্ষ্য ছিল ড্রোন ও অন্যান্য রোবোটিক সিস্টেম তৈরি করা নানান শিল্প প্রতিষ্ঠান, সামরিক সরঞ্জাম উৎপাদন কেন্দ্র, কিয়েভের একটি সামরিক বিমানঘাঁটি এবং একটি তেল শোধনাগার।'' এরপরের বিবৃতিতে বলা হয়েছে, “এই হামলার লক্ষ্য পূরণ হয়েছে। সকল নির্দিষ্ট সামরিক স্থাপনাগুলি ধ্বংস করা হয়েছে।”