/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত, ইউক্রেনের রাজধানী কিয়েভের একাধিক স্থানে হামলা চালিয়েছে, রাশিয়ান সেনাবাহিনী। এই হামলায় বেশকিছু আবাসিক এলাকাসহ, প্রায় ডজনখানেক গুরুত্বপূর্ণ স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন, কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলতে থাকা এই হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এই হামলায় বহু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ''ভোর রাতে কিয়েভের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং একটি ব্যালিস্টিক মিসাইলেরও সতর্কতাও জারি করা হয়।'' রাশিয়ার এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ''রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথন হলেও,শান্তিচুক্তির বিষয়ে কোনও অগ্রগতি হয়নি।''