পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইউরোপ? জাপোরিঝিয়ায় ড্রোন হামলায় ছড়াল আতঙ্ক!

রাশিয়ার ড্রোন হামলার জেরে ইউরোপে পারমাণবিক বিপর্যয় দেখতে পাওয়া গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
europe nuclear leak

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী একটি সহায়ক স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এই পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের পর আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এতে ইউরোপজুড়ে পারমাণবিক লিক বা রেডিয়েশন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে অবস্থান করা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-র একটি প্রতিনিধি দল নিশ্চিত করেছে, তারা মিলিটারি অ্যাকটিভিটি অনুভব করেছেন এবং প্ল্যান্টের সীমানা থেকে মাত্র ১২০০ মিটার দূরের একটি স্থাপনাতে আগুন ও ধোঁয়া দেখেছেন। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন পারমাণবিক নিরাপত্তা বিশ্লেষকরা।

nuclear leak

IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “একটি পারমাণবিক কেন্দ্রের আশপাশে যেকোনো ধরনের হামলা, তা যে লক্ষ্যবস্তুতেই হোক না কেন, পরমাণু নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি এবং তা অবশ্যই এড়ানো উচিত।” তিনি আরও জানান, সংস্থার পর্যবেক্ষণ দল এই মুহূর্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত জাপোরিঝিয়া প্ল্যান্ট আগে থেকেই আন্তর্জাতিক নজরদারিতে রয়েছে, এবং এবারকার হামলা ইউক্রেন যুদ্ধের পারমাণবিক মাত্রা বাড়ানোর আশঙ্কা আরও জোরদার করল।