New Update
/anm-bengali/media/media_files/2025/03/03/Q12L135T8GAWPJYT11BH.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার ইউক্রেনকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালালো রাশিয়া। আজ রবিবার ভোরে, রাশিয়ার এই হামলায় অন্তত ৭ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্থানীয় প্রশাসন। আজ রাশিয়া-ইউক্রেন বন্দি বিনিময়ের তৃতীয় দিন, কিন্তু এসবের মাঝেই আজ ফের একবার ইউক্রেনে বড়মাপের হামলা চালালো রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির যে কোনও অগ্রগতি এখনও হয়নি তা আজকের এই হামলায় কার্যত স্পষ্ট।
/anm-bengali/media/media_files/2025/05/04/eEjZQFrIIlIcy8b0N7yi.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us