ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হোয়াইট হাউসে! ট্রাম্প বললেন—‘এখন আমার ছেলেও আমাকে একটু বেশি সম্মান করছে’

হোয়াইট হাউসের ডিনারে চমকপ্রদভাবে হাজির হলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একসঙ্গে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে CR7। ব্যারন ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ট্রাম্পের রসিকতা ভাইরাল।

author-image
Tamalika Chakraborty
New Update
rolando in white house

নিজস্ব সংবাদদাতা: হোয়াইট হাউসের মঙ্গলবার রাতের ডিনারে যেন ঝলমল করছিল বিশ্বের নানা প্রান্তের রাজনীতি ও ব্যবসার দিগ্‌গজরা। কিন্তু সকলের নজর সবচেয়ে বেশি কেড়েছিলেন একটাই নাম—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের সুপারস্টারকে হঠাৎ অনুষ্ঠানে দেখে অতিথিরাও বিস্মিত। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ বহু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে তাল মিলিয়ে রোনাল্ডো ডিনারে যোগ দেন।

ডিনার চলাকালীন বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন রোনাল্ডোর উপস্থিতির কথা। হাসিমুখে তিনি বলেন, “আজ এই ঘর ভরে আছে বিশ্বের সবচেয়ে বড় বড় নেতা দিয়ে—ব্যবসা থেকে খেলাধুলা পর্যন্ত।”

donald Trump

এরপরই ট্রাম্প শোনান একটি ব্যক্তিগত গল্প। তিনি জানান, তাঁর কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্প রোনাল্ডোর দারুণ ভক্ত। “ব্যরন রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে… আর সেই জন্য সে এখন বাবা হিসেবে আমাকেও একটু বেশি সম্মান করছে,” বলে ঠাট্টা করেন ট্রাম্প, আর হাসিতে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা।

রোনাল্ডোর প্রতি কৃতজ্ঞতা জানাতে ট্রাম্প আরও বলেন, “তোমাকে পরিচয় করিয়ে দিতে পেরেছি বলেই আমি খুশি। ধন্যবাদ তোমাদের দু’জনকে, এখানে আসার জন্য।”

বর্তমানে রোনাল্ডো সৌদি ক্লাব আল–নাসরের তারকা ফুটবলার। ক্লাব ও দেশের হয়ে ৯৫০–র বেশি গোল করে তিনি ফুটবল ইতিহাসের অনন্য উচ্চতায় পৌঁছেছেন। ২০২৭ সাল পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে আল–নাসরের সঙ্গে, যা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে পরিচালিত।

হোয়াইট হাউসের ডিনার শেষে এখন সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর এই আকস্মিক উপস্থিতিই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।