/anm-bengali/media/media_files/8ijDX78jvOhg88EVsu1u.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: এক কিশোরের মৃত্যুকে ঘিরে জ্বলছে ফ্রান্স। তার মধ্যেই দেশের রাষ্ট্রপতি যোগ দিলেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী এলটন জনের কনসার্টে। অশান্তির পরিবেশের মধ্যে তাঁর এমন আচরণের জন্য ক্ষোভের মুখে পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নাহেলের মৃত্যুর পর থেকেই ফ্রান্সের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বিক্ষোভ। চলছে ভাঙচুর ও লুটপাট। দেশ জুড়ে অশান্তির মধ্যেই শতাধিক মানুষ গ্রেফতার হয়েছে। রাস্তায় জ্বলছে আগুন। এর মধ্যেই ম্যাক্রোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিট, প্যারিসের অ্যাকর অ্যারেনায় ব্রিটিশ গায়ক এলটন জনের ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড কনসার্টে অংশ নিয়েছিলেন।
কনসার্টের একটি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ৭৬ বছর বয়সী এলটনের "স্যাটারডে নাইটস অলরাইট ফর ফাইটিং" এবং "বার্ন ডাউন দ্য মিশন" এর মতো জনপ্রিয় গানগুলি উপভোগ করছেন দেশের রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী।
As protesters burn French cities, Macron lights up at Elton John concert in Paris
— Spriter Team (@SpriterTeam) June 30, 2023
The President of France in these shots is in a great mood, he enjoys music with his wife and dances a little. pic.twitter.com/v1CSKI7WB8
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us