রুশ গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত সুমি দিকের রেললাইন, একাধিক ট্রেন দেরিতে চলাচল করছে

ইউক্রেনীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে— ট্রেনগুলোর চলাচলে ঘণ্টাব্যাপী বিলম্ব, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার গোলাবর্ষণের ফলে সুমি (Sumy) অভিমুখে ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রজালিজনিতসিয়া (Ukrzaliznytsia)। এর প্রভাবে একাধিক ট্রেনের চলাচলে দীর্ঘ বিলম্ব দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্লিসকি (Plisky) স্টেশন থেকে নং ৪৬ উঝহোরোদ-খারকিভ এবং নং ১১৩ খারকিভ-লভিভ ট্রেন দুটি লোকোমোটিভ পরিবর্তনের কারণে এক ঘণ্টারও বেশি দেরিতে ছেড়েছে।

এছাড়া আঞ্চলিক ট্রেন নং ৮৯৫ কনোটোপ-ফাস্টিভ-১ প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বিলম্বে চলাচল করছে এবং নির্ধারিত সময়ের পরে টার্মিনালে পৌঁছাবে বলে জানা গেছে। একই সঙ্গে উপনগরীয় ট্রেন নং ৬৪৫২ নিঝিন-কনোটোপ বর্তমানে প্রায় ২ ঘণ্টা বিলম্বে চলছে।

ইউক্রেনীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেললাইন ও অবকাঠামোর মেরামতির কাজ দ্রুতগতিতে চলছে, যাতে ট্রেন চলাচল যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়।