New Update
/anm-bengali/media/media_files/2025/06/15/QthjCRwFS6VQxJraFx3k.jpeg)
নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ভারতের বেশকিছু রাফাল বিমানকে ক্ষতিগ্রস্থ করার যে দাবি করেছিল তা কার্যত খারিজ করে দিলেন,দাসো এভিয়েশনের চেয়ারম্যান (রাফাল বিমানের নির্মাতা) ও সিইও ( CEO) এরিক ট্রাপিয়ে। তিনি বলেন,''পাকিস্তান যা বলছে, তা একেবারেই সত্যি নয়। পাকিস্তান দাবি করেছিল তারা অপারেশন সিঁদুরের সময়, ভারতের তিনটি রাফাল বিমানকে ক্ষতিগ্রস্থ করেছিল। কিন্তু এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই।” এরপর তিনি আরও জানান, ''ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকেও কোনও রাফাল বিমান ক্ষতিগ্রস্থ হওয়ার, কোনও অফিসিয়াল তথ্য দাসো এভিয়েশন পায়নি।'' অর্থাৎ রাফাল বিমানকে কেন্দ্র করে পাকিস্তানের যাবতীয় মিথ্যাচারের পর্দা, তিনি এক মুহূর্তেই ফাঁস করে দিলেন।
/anm-bengali/media/media_files/2025/04/28/USPqpDKfyCoJHYInHjog.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us