BREAKING: ইরান-ইসরায়েল সংঘাতের জের ! সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করলো কাতার

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই এক বড় পদক্ষেপ নিল কাতার। আজ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে,''মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষের কারণে কাতার সরকার,কাতারের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।'' এছাড়াও এই বিবৃতিতে বলা হয়েছে, "কাতারের নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।" কাতার সরকার সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।

Flight