New Update
/anm-bengali/media/media_files/2025/08/25/lavrabh-2025-08-25-01-13-15.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, কিয়েভ যদি ক্রেমলিনের শর্ত মেনে নিতে প্রস্তুত হয়, তাহলেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক সম্ভব।
এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে আলোচনায় বসতে প্রস্তুত, তবে এর জন্য একটি নির্দিষ্ট প্রেসিডেন্ট পর্যায়ের আলোচ্যসূচি তৈরি থাকতে হবে। একই সঙ্গে জেলেনস্কিকে ক্রেমলিনের ইচ্ছা পূরণে আগ্রহী হতে হবে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/25/russian-foreign-minister-2025-08-25-01-14-01.jpg)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই মন্তব্য কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলেছে। বিশ্লেষকদের মতে, ল্যাভরভের বক্তব্য স্পষ্ট করে দিল, মস্কো এখনও নিজেদের শর্ত মেনে চলার ওপর জোর দিচ্ছে। অন্যদিকে ইউক্রেন বারবার জানিয়েছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা কোনোভাবেই আপসযোগ্য নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us