New Update
/anm-bengali/media/media_files/2025/02/12/978KjjnO1CWRouY3XwL9.webp)
নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, 'রাশিয়া বিরল মাটির ধাতু শিল্প নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত।' তিনি দাবি করেছেন যে, রাশিয়ার কাছে বিরল মাটির ধাতুর মজুদ প্রচুর এবং এটি বিশ্বব্যাপীর জন্য গুরুত্বপূর্ণ। পুতিন আরও জানান যে, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই বিরল মাটি ধাতু শিল্পের চুক্তি বিশ্বে প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তিনি আশাবাদী যে, দুই দেশের মধ্যে এই সহযোগিতা বৈশ্বিক বাজারে অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।
JUST IN: Putin says Russia is ready to work with the United States on rare earth metals
— The Spectator Index (@spectatorindex) February 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us