নিজের চোখে দেখে যান রাশিয়া কি করেছে ! ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েই বড় চ্যালেঞ্জ করলেন পুতিন

কি চ্যালেঞ্জ করলেন পুতিন ?

author-image
Debjit Biswas
New Update
putin  a

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ শহরে রাশিয়ার সামরিক বাহিনী, ইউক্রেনীয় সেনাদের পুরোপুরিভাবে ঘেরাও করে ফেলেছে বলে দাবি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতে তিনি ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য আলোচনার প্রস্তাবও দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

আজ মস্কোর একটি সামরিক হাসপাতালে আহত সৈন্যদের সঙ্গে একটি বৈঠকে পুতিন এই দাবি করেন। তিনি ইঙ্গিত দেন যে, আত্মসমর্পণের জন্য প্রস্তুত হলে ইউক্রেনীয় সৈন্যদের নিরাপদ বহির্গমনের (safe corridor) সুযোগ দিতে প্রস্তুত রাশিয়ার সামরিক বাহিনী। যদিও ইউক্রেন পুতিনের এই দাবিকে পুরোপুরি খারিজ করেছে। 

russian army

পুতিন আরও দাবি করেন যে, ইউক্রেনীয় ও পশ্চিমা সাংবাদিকদের জন্য একটি নিরাপদ করিডোর খুলে দিতেও রাশিয়া প্রস্তুত, যাতে তারা "নিজেদের চোখে দেখতে আসতে পারে যে সেখানে কী ঘটছে।" যদিও পুতিনের এই মন্তব্য একটি কূটনৈতিক চাল হিসাবে দেখা হচ্ছে, যার মূল লক্ষ্য যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে রাশিয়ার দাবিকে বৈধতা দেওয়া।