ইমরানকে 'দেশ ছাড়তে' চাপ দিচ্ছে শাসকগোষ্ঠী ! দাবি PTI সেনেটরের

কি দাবি করলেন PTI সেনেটর ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Imran khan

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পিটিআই (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খানকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য সামরিক ও রাজনৈতিক মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সেনেটর খুররম জিশান। তিনি দাবি করেছেন, এই চুক্তির প্রস্তাব ইমরান খান কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।

োেগস সহলগী ১

সেনেটর খুররম জিশান জানান,''কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করা হচ্ছে। এই চুক্তির শর্ত হিসেবে তাঁকে বিদেশে চলে যেতে বা পাকিস্তানে নিজের পছন্দমতো কোনো জায়গায় নীরবে থাকার বিনিময়ে বিভিন্ন সুবিধা ও ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।''