একটি ছবিতেই বদলে যাবে পাকিস্তানের পরিস্থিতি ! ইমরান খানের ছবি প্রকাশ না করার কারণ জানালেন PTI সেনেটর

কি কারণ জানালেন PTI সেনেটর ?

author-image
Debjit Biswas
New Update
imran khan asim munir

নিজস্ব সংবাদদাতা : আদিয়ালা জেলে বন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য এবং তাঁকে নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে মুখ খুললেন পিটিআই-এর সিনিয়র নেতা সেনেটর খুররম জিশান। তিনি অভিযোগ করেছেন যে, বর্তমান শাসকগোষ্ঠী ইমরান খানের বিপুল জনপ্রিয়তায় ভীত এবং সেই কারণেই তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হচ্ছে না।

সেনেটর জিশান অভিযোগ করেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো সত্ত্বেও তাঁর সঙ্গে তাঁর দলীয় নেতৃত্ব, পরিবার এবং আইনজীবীদের দেখা করতে দেওয়া হচ্ছে না, যা মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন।

Imran khan

তিনি বলেন,''পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতৃত্ব, ইমরান খানের পরিবার এবং তাঁর আইনজীবীদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন, এবং তাঁকে তাদের (কর্তৃপক্ষের) শর্ত অনুযায়ী কাজ করতে বাধ্য করা হচ্ছে। ইমরান খান এতটাই জনপ্রিয় যে তাঁর একটি মাত্র ছবিও পাকিস্তানের পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী এই কারণেই ভীত বলে মনে হচ্ছে।"