ওয়াশিংটনে ট্রাম্প-বিরোধী তাণ্ডব! হাজার মানুষের গর্জন—‘অবিলম্বে প্রেসিডেন্টকে সরাও’

ওয়াশিংটন ডিসিতে হাজার মানুষের বিক্ষোভে ট্রাম্প অপসারণের দাবি তীব্র; ন্যাশনাল মল ভরে উঠল স্লোগানে, মিছিলে যোগ শিল্পী–রাজনীতিবিদরাও।

author-image
Tamalika Chakraborty
New Update
protest against donald Trump

নিজস্ব সংবাদদাতা:  ওয়াশিংটন ডিসির রাস্তায় শনিবার ফের উত্তাল জনসমুদ্র। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট ও অপসারণের দাবিতে মুখরিত করলেন শহরের কেন্দ্রস্থল। সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্পবিরোধী যেসব আন্দোলন হয়েছিল, তার মধ্যে এটাই সবচেয়ে বড় জমায়েত বলে দাবি আয়োজকদের।

“রিমুভ দ্য রেজিম”—এই ব্যানারেই ন্যাশনাল মলে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনের আয়োজক গ্রাসরুট সংগঠন রিমুভাল কোয়ালিশন। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছিলেন। রাজনৈতিক নেতাদের বক্তব্যের পাশাপাশি ছিলেন শিল্পী, সমাজকর্মী ও সংগঠনের নানা মুখ। মূল দাবি একটাই—“ট্রাম্প আর দেশ চালাতে পারবেন না, কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে।”

donald trump dance

মঞ্চে পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড ড্রপকিক মারফিস এবং সংগীতশিল্পী আর্থ টু ইভ। তাঁদের সুরে বিক্ষোভ আরও জমে ওঠে। পরে বিশাল মিছিল বের হয় কেন্দ্রীয় ওয়াশিংটনের ব্যস্ত রাস্তায়। হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান—অভিযোগ ওঠে গণতন্ত্রকে বিপদে ফেলেছেন ট্রাম্প, সংবিধানের শপথ রক্ষা করতে কংগ্রেসের উচিত তাঁকে সরিয়ে দেওয়া।

বিক্ষোভকারীদের দাবি, ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইমপিচমেন্ট প্রক্রিয়া দ্রুত শুরু না হলে দেশের ‘ডেমোক্র্যাটিক স্ট্রাকচার’ আরও বিপন্ন হবে। অনেকে বলেন, “এটা শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, ভবিষ্যৎ আমেরিকার নিরাপত্তার প্রশ্ন।”

দিনভর গান, বক্তব্য, মিছিল—সব মিলিয়ে ন্যাশনাল মল জুড়ে ছিল এক অস্থির, সরব গণআন্দোলনের ছবি। ওয়াশিংটনের আকাশে যেন স্পষ্ট লেখা—“ট্রাম্পকে অপসারণ চাই, এখনই চাই।”