/anm-bengali/media/media_files/brAp2H6LhonP4joF3msT.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: আগামী ১১ ও ১২ জুলাই ভিলনিয়াসে অনুষ্ঠিত হবে জোটের শীর্ষ সম্মেলন। তার আগে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে ফোন কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামিটের আগে নিজেদের বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা করেন জেলেনস্কি এবং ন্যাটোর মহাসচিব।
নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত, স্টলটেনবার্গ ২০১৪ সালের অক্টোবরে ন্যাটোর মহাসচিব হন। মঙ্গলবার তিনি ঘোষণা করেন যে, তাঁর পদের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। পদের মেয়াদ বৃদ্ধির জন্য জেলেনস্কি টুইট করে তাঁকে শুভেচ্ছা জানান।
On the eve of the NATO Summit in Vilnius on July 11-12, I had a phone call with @jensstoltenberg, the Secretary General of @NATO.
— Володимир Зеленський (@ZelenskyyUa) July 4, 2023
I congratulated him on the decision of the Allies to extend his mandate as Secretary General for another year. I am hopeful that our cooperation will…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us