ইমিগ্রেশন আইন উল্লেখ করে রাষ্ট্রপতির নতুন পোস্ট- জানুন সবার আগে

“দেশের স্বার্থে ক্ষতিকর হলে বিদেশিদের প্রবেশ স্থগিতের ক্ষমতা প্রেসিডেন্টের”—ট্রাম্পের দাবি।

author-image
Aniket
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্টের সেকশন ২১২(f) উদ্ধৃত করে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী মনে হলে প্রেসিডেন্ট যেকোনো বিদেশি বা বিদেশিদের কোনও শ্রেণির দেশে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করতে পারেন অথবা কঠোর প্রবেশ-নিয়ম আরোপ করতে পারেন।

G695qcJbkAITee6


ট্রাম্পের এই পোস্টকে অনেকেই তার প্রশাসনের ইমিগ্রেশন নীতিতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন।