বোতসোয়ানার জাতীয় সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু: “ভারত ও বোতসোয়ানা মিলে গঠন করতে পারে ন্যায়সঙ্গত ও টেকসই বিশ্বব্যবস্থা”

গ্লোবাল সাউথ সহযোগিতা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারে যৌথ ভূমিকার আহ্বান রাষ্ট্রপতির।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-12 10.00.32 PM

নিজস্ব সংবাদদাতা: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বোতসোয়ানার রাজধানী গাবোরোনেতে দেশটির জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন। এ সময় তিনি ভারত ও বোতসোয়ানার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, “ভারত ও বোতসোয়ানা একসঙ্গে একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, “আমাদের যৌথ প্রচেষ্টা এমন এক বিশ্ব গড়তে সহায়তা করবে, যা শুধু টেকসই উন্নয়নকে সমর্থন করবে না, বরং অর্থবহ গ্লোবাল সাউথ সহযোগিতা ও সংস্কারিত বহুপাক্ষিকতার ভিত্তিও তৈরি করবে।” তিনি ভারত ও বোতসোয়ানার মধ্যে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিজ্ঞতা ও সম্পদ বিনিময়ই ভবিষ্যতের বৈশ্বিক সমতার মূল চাবিকাঠি।