/anm-bengali/media/media_files/2025/11/12/screenshot-2025-11-122-pm-2025-11-12-22-00-56.png)
নিজস্ব সংবাদদাতা: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বোতসোয়ানার রাজধানী গাবোরোনেতে দেশটির জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন। এ সময় তিনি ভারত ও বোতসোয়ানার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, “ভারত ও বোতসোয়ানা একসঙ্গে একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
/anm-bengali/media/post_attachments/10500637-3e5.png)
রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, “আমাদের যৌথ প্রচেষ্টা এমন এক বিশ্ব গড়তে সহায়তা করবে, যা শুধু টেকসই উন্নয়নকে সমর্থন করবে না, বরং অর্থবহ গ্লোবাল সাউথ সহযোগিতা ও সংস্কারিত বহুপাক্ষিকতার ভিত্তিও তৈরি করবে।” তিনি ভারত ও বোতসোয়ানার মধ্যে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিজ্ঞতা ও সম্পদ বিনিময়ই ভবিষ্যতের বৈশ্বিক সমতার মূল চাবিকাঠি।
#WATCH | President Droupadi Murmu today addressed the National Assembly of Botswana at Gaborone
— ANI (@ANI) November 12, 2025
"India and Botswana can together contribute meaningfully to a fairer and more sustainable world order, one that not only supports but also helps build meaningful Global South… pic.twitter.com/T2qsh1KBPx
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us