বিপর্যস্ত হতে চলেছে ক্যারিবিয়ান! ঘণ্টায় ২৫০ কিমি গতির বাতাসে ধেয়ে আসছে হারিকেন মেলিসা

ক্যারিবিয়ানে ভয়াল হারিকেন মেলিসা ধেয়ে আসছে জ্যামাইকার দিকে। ঘণ্টায় ২৫০ কিমি বেগে বাতাস, ৩০ ইঞ্চি বৃষ্টি, প্রাণঘাতী জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা। ইতিমধ্যেই ৪ জনের মৃত্যু।

author-image
Tamalika Chakraborty
New Update
haiti flood

নিজস্ব সংবাদদাতা: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় ‘মেলিসা’র তাণ্ডব শুরু। ভয়ঙ্কর ক্যাটাগরি–৪ হারিকেন সোমবার প্রবল বেগে জ্যামাইকার দিকে ধেয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এই ঝড়ের বাতাসের গতি ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার ছাড়াতে পারে এবং আগামী এক–দু’দিনে আরও শক্তি সঞ্চয় করবে।

জ্যামাইকায় মঙ্গলবার সরাসরি আঘাত হানার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেখানে ৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা ভয়াবহ বন্যা ও প্রাণঘাতী জলোচ্ছ্বাস ডেকে আনবে বলে বিশেষজ্ঞদের সতর্কবাণী। দেশের পূর্বাঞ্চলে কোথাও কোথাও ১ মিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

শুধু জ্যামাইকাই নয়, পশ্চিম হাইতি ও দক্ষিণ-পূর্ব কিউবাও মারাত্মক বিপদের মুখে। হাইতির পশ্চিমাঞ্চলে ১৬ ইঞ্চি (৪০ সেন্টিমিটার) বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী, “ভয়ঙ্কর আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসের সম্ভাবনা রয়েছে।”

jamaica

মঙ্গলবার রাতে হারিকেন মেলিসা কিউবার দক্ষিণ-পূর্ব অংশ অতিক্রম করে বুধবার বাহামার দিকে এগোবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাইতিতে অন্তত তিন জন এবং ডোমিনিকান রিপাবলিকে আরও একজনের মৃত্যু হয়েছে। একজন এখনো নিখোঁজ।

ধীরে চলা এই ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়ছে। উপকূলীয় শহরগুলোতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। জ্যামাইকার বিমানবন্দর ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, “এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হতে পারে। নাগরিকদের সবরকম সাবধানতা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, ‘হারিকেন মেলিসা’ শুধুমাত্র ক্যারিবিয়ান অঞ্চলের নয়, গোটা পশ্চিম আটলান্টিক উপকূলের জন্য এক বড় সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে।