New Update
/anm-bengali/media/media_files/2025/11/06/g5bbdfwwgaadizq-2025-11-06-07-07-33.jpeg)
নিজস্ব সংবাদদাতা: অস্থায়ীভাবে রুশ দখলে থাকা দোনেৎস্কে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পাবলিক চ্যানেলগুলোতে জানানো হয়েছে যে, শহরে সম্ভবত ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/IXevr0W6rvQJdMzQlekL.jpg)
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর এলাকায় ঘন ধোঁয়া দেখা গেছে এবং স্থানীয় প্রশাসন জরুরি পরিষেবাকে সতর্ক অবস্থায় রেখেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us