নথি যাচাইয়ের সময় পুলিশ সদস্য আহত, মহিলা আটক

কানিয়াঝিচি গ্রামে উত্তেজনা।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ব্রোভারি জেলার কানিয়াঝিচি গ্রামে নথি যাচাইয়ের সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং সামরিক সদস্যদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

A Matter of Trust: Community-Police Relations in Ukraine's De-Occupied and  Frontline Areas - GPPiA Matter of Trust: Community-Police Relations in Ukraine's De-Occupied and  Frontline Areas - GPPi
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এক ৪২ বছর বয়সী নারী পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে একটি লাঠি দিয়ে পুলিশ কর্মকর্তার মাথায় আঘাত করেন। পরে পুলিশ দ্রুত ওই নারীকে আটক করে।
এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের উচ্চপর্যায়ের নেতৃত্ব পুরো ঘটনার তদন্ত ও কর্মকর্তাদের ভূমিকা পর্যালোচনা করছে।
বর্তমানে আহত পুলিশ সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।