গ্রিসের মাটিতে এবার বড় সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদী

গ্রিস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রীস সফরে প্রধানমন্ত্রী মোদীকে জমকালো অভ্যর্থনা জানানো হয়। ৪০ বছর পর গ্রিস সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
modi greece award.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের পর এবার গ্রিসের মাটিতে এবার বড় সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ শুক্রবার নিজেই টুইট করে সে কথা জানালেন প্রধানমন্ত্রী।

impact

আজ এক টুইট বার্তায় মোদী বলেন, 'আমাকে 'গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব অনার' প্রদানের জন্য আমি গ্রিসের প্রেসিডেন্ট ক্যাটরিনা সাকেলারোপোলু, সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই। এটি ভারতের প্রতি গ্রীসের জনগণের শ্রদ্ধা প্রদর্শন করে।‘