বুলেট ট্রেনে টোকিও থেকে সেন্দাই পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সঙ্গী জাপানের প্রধানমন্ত্রী ইশিবা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-30 9.57.22 AM

নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপান সফরের দ্বিতীয় দিনে টোকিও থেকে সেন্দাই পৌঁছালেন অত্যাধুনিক বুলেট ট্রেনে। তাঁর সঙ্গে সফরসঙ্গী ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই প্রধানমন্ত্রী বুলেট ট্রেনে যাত্রা করার মাধ্যমে ভারত-জাপান সম্পর্কের প্রযুক্তি ও অবকাঠামোগত সহযোগিতার প্রতীকী বার্তা দিতে চেয়েছেন। বিশ্বজুড়ে দ্রুতগামী পরিবহনের অন্যতম উদাহরণ জাপানের শিনকানসেন বা বুলেট ট্রেন, যা ভারতের ভবিষ্যৎ উচ্চগতির রেল প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

সেন্দাই পৌঁছে প্রধানমন্ত্রী মোদি স্থানীয় প্রশাসনের অভ্যর্থনা গ্রহণ করেন। এদিন দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি উচ্চগতির রেল প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আঞ্চলিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা।

জাপান সফরের শুরু থেকেই প্রধানমন্ত্রী মোদি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, তাঁর এই সফর শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রসঙ্গত, ভারত-জাপান যৌথ উদ্যোগে মুম্বই-আহমেদাবাদ উচ্চগতির রেল প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন। সেন্দাই সফরের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী এ প্রকল্পকে আরও ত্বরান্বিত করার ইঙ্গিত দিয়েছেন বলে কূটনৈতিক মহলের মত।