/anm-bengali/media/media_files/cQAFVryk13wrkfteFKWX.jpg)
নিজস্ব সংবাদদাতা : ২ দিনের সফরে ফ্রান্সে রয়েচেন প্রধানমন্ত্রী মোদী। আগামীকাল প্যারিসে ব্যাস্টিল ডে প্যারেডে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন। তার আগে প্যারিসে ফরাসি সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল ৪ টে নাগাদ প্যারিসে পৌঁছেছেন। সেখানে তাকে অর্লি বিমানবন্দরে ফরাসী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন দ্বারা আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়েছে। প্যারিসের একটি হোটেলের বাইরে তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন প্রচুর প্রবাসী ভারতীয়। তাদের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী। মেলান হাত।
#WATCH | PM Narendra Modi meets Gerard Larcher, President of the French Senate, in Paris
— ANI (@ANI) July 13, 2023
PM Modi is on a two-day visit to France and will attend the Bastille Day parade in Paris tomorrow as the guest of honour. pic.twitter.com/flUXljrfT1
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us