/anm-bengali/media/media_files/2025/11/23/pm-modi-and-canada-pm-2025-11-23-22-26-31.png)
নিজস্ব সংবাদদাতা: জোহানেসবার্গে জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক অস্থিরতা কাটিয়ে এই বৈঠককে তাই বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কূটনৈতিক মহলে। আলোচনায় উঠে এসেছে বাণিজ্য থেকে পারমাণবিক সহযোগিতা—প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ই।
মোদী ও কার্নির আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারত ও কানাডা খুব শিগগিরই একটি উচ্চাকাঙ্ক্ষী CEPA—Comprehensive Economic Partnership Agreement নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসবে। এই চুক্তি হলে আগামী ২০৩০ সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছনোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বাণিজ্যের গতি কিছুটা মন্থর থাকলেও, দুই নেতার কথোপকথন ভবিষ্যতের সম্ভাবনাকে নতুন করে উজ্জ্বল করে তুলেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
বৈঠকে আরও গুরুত্ব পেয়েছে দুই দেশের পুরনো সিভিল নিউক্লিয়ার কো–অপারেশন। দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ নিয়েও আলোচনার অগ্রগতি হয়েছে বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন বৃদ্ধি করতে চাইছে। সেখানে কানাডার ইউরেনিয়াম সরবরাহ একটি বড় ভূমিকা নিতে পারে।
বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ভারত সফরের আমন্ত্রণ জানান। দুই দেশই জানিয়ে দিয়েছে—অতীতের টানাপোড়েন দূর করে এগিয়ে যেতে চাই নতুন অধ্যায়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us