/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকায় পৌঁছতেই যেন অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন একদল স্থানীয় শিল্পী, যারা ঐতিহ্যবাহী নৃত্যে অভ্যর্থনা জানান। আর সেই নাচের মাঝেই যেন সবচেয়ে বেশি আনন্দে ভেসেছেন মোদি নিজেই। হাসিমুখে শিল্পীদের সঙ্গে তাঁর কথোপকথন এবং স্নেহশীল আচরণ মুহূর্তেই নজর কাড়ল আন্তর্জাতিক অতিথিদের।
দক্ষিণ আফ্রিকার প্রযুক্তি পরামর্শদাতা ও প্রাক্তন সাংসদ ফুমজিলে ভ্যান ডাম ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “সবার চেয়ে বেশি মজা করছেন ভারতের প্রধানমন্ত্রী। শিল্পীদের সঙ্গে তাঁর সহজাত মেলবন্ধন সত্যিই খুব সুন্দর।”
শুধু তিনিই নন, আরও বহু দক্ষিণ আফ্রিকান নেতা–সংগঠক মোদির ব্যবহার, সৌজন্য এবং উষ্ণতায় মুগ্ধ হয়েছেন। পরিবেশ আন্দোলনকারী উলরিখ জানসে ভ্যান ভুরেন লিখেছেন, “দক্ষিণ আফ্রিকা এবং গোটা মহাদেশের প্রতি ভারত যা করেছে, বিশেষ করে G20 জুড়ে যে সদিচ্ছা দেখিয়েছে, তার জন্য ভারতের প্রতি গভীর শ্রদ্ধা। সত্যিই অনেক ভালোবাসা ভারতের উদ্দেশে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
আফ্রিকার বহু দেশ এখনো ভারতের ২০২৩ সালের G20 সভাপতিত্বকে উদাহরণ হিসেবে তুলে ধরে—কারণ সেই সময়ই মোদির উদ্যোগে আফ্রিকান ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গ্রুপিংয়ে। আফ্রিকার উন্নয়ন ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে এই সিদ্ধান্তকে বড় পরিবর্তন হিসেবে দেখা হয়।
তানজানিয়ার স্টার্টআপ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য জুমানে ম্তামবালিকে তাঁর পোস্টে মোদি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার একটি ছবিও শেয়ার করে লিখেছেন, “সময় বদলাচ্ছে, পৃথিবী বদলাচ্ছে—আমরা চোখের সামনে সেই পরিবর্তনকে দেখছি।”
যখন বিশ্বের চোখ জোহানেসবার্গে, তখন ভারত-দক্ষিণ আফ্রিকার এই নতুন বন্ধুত্বের মুহূর্ত সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি—এক হাসিখুশি, সহজ-সরল অভিনন্দন গ্রহণকারী অতিথি হিসেবে।
PM Modi emplanes for Delhi post G20 Summit from Johannesburg
— ANI Digital (@ani_digital) November 23, 2025
Read @ANI Story l https://t.co/TNlwGoAPkB#PMModi#G20Summit#NewDelhipic.twitter.com/t6Tvcq0X89
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us