/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা : বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় বলিভিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো পাজ পেরেইরাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ মঙ্গলবার (২১/১০/২০২৫) এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলিভিয়ার প্রেসিডেন্ট-ইলেক্টকে (President-elect) তাঁর জয়ের জন্য শুভেচ্ছা জানান। তিনি জানিয়েছেন,''বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শ্রী রদ্রিগো পাজ পেরেইরাকে জানাই আমার উষ্ণ অভিনন্দন। ভারত ও বলিভিয়ার মধ্যেকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন ধরে আমাদের পারস্পরিক উপকারী সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করেছে। আমি আগামী বছরগুলিতে আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উন্মুখ, যা আমাদের অভিন্ন অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
এই বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি ভারত বলিভিয়ার মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us