/anm-bengali/media/media_files/2025/11/23/screenshot-2025-11-23m-2025-11-23-16-04-48.png)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী পিয়ূষ গোয়াল ইজরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জগ–এর সঙ্গে জেরুজালেমে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সাক্ষাতে ইজরায়েলি প্রেসিডেন্ট বলেন, “আপনাকে ইজরায়েলে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। ইজরায়েলে ভারত সম্পর্কে যে সম্মান ও ভালোবাসা রয়েছে তা সত্যিই অসাধারণ। সাম্প্রতিক বছরগুলোয় ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে আমার একাধিকবার সাক্ষাৎ হয়েছে এবং আশা করছি শীঘ্রই ভারতের রাষ্ট্রপতির সঙ্গেও দেখা হবে।”
/anm-bengali/media/post_attachments/bdb7f034-f06.png)
তিনি আরও যোগ করেন, “ভারত–ইজরায়েল সম্পর্ক ইতিমধ্যেই চমৎকার, তবে এটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ এমওইউ (MOU) স্বাক্ষর করতে আপনি এসেছেন, তা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এখন আকাশই আমাদের সীমা—আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু আমরা বহু বিষয়ে একই মানসিকতার।”
#WATCH | Union Minister Piyush Goyal meets Israeli President Isaac Herzog, in Jerusalem, Israel
— ANI (@ANI) November 23, 2025
Israeli President Isaac Herzog says, "We are very honoured to have you in Israel. As the President of Israel, I must tell you that the impact of India and the affection towards India… pic.twitter.com/4ZDSDwltFD
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us