নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানে ফের একবার জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হল। পাকিস্তান সরকার এবার পেট্রোলের দামে ২৬.২০ রুপি প্রতি লিটার ও হাই স্পিড ডিজেলের ১৭.৩৪ রুপি লিটার বৃদ্ধি করেছে। নতুন ঘোষণার পর পেট্রোলের দাম ৩৩৩.৩৮ টাকা এবং ডিজেলের দাম ৩২৯.১৮ টাকা প্রতি লিটার।