২৬ টাকা বেড়ে গেল দাম!

আবার জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হল এই দেশে। এর ফলে নাভিশ্বাস উঠল মধ্যবিত্ত সাধারণ মানুষের। কতটা বাড়ল দাম? দাম বাড়ার পর কত হল লিটার পিছু দাম?

petrol

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানে ফের একবার জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হল। পাকিস্তান সরকার এবার পেট্রোলের দামে ২৬.২০ রুপি প্রতি লিটার ও হাই স্পিড ডিজেলের ১৭.৩৪ রুপি লিটার বৃদ্ধি করেছে। নতুন ঘোষণার পর পেট্রোলের দাম ৩৩৩.৩৮ টাকা এবং ডিজেলের দাম ৩২৯.১৮ টাকা প্রতি লিটার।

rectify impact.jpg