/anm-bengali/media/media_files/u9BqVO8JaJEqAAaNSCIO.webp)
নিজস্ব সংবাদদাতা: মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ! যাত্রীবাহী বিমানের সাথে মুখোমুখি সংঘর্ষ সামরিক হেলিকপ্টারের। ভয়ঙ্কর ঘটনাটি ঘটল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টে। অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার ফলে বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
#WATCH | US: A commercial airliner collided with a military helicopter while heading towards Ronald Reagan National Airport. The Ronald Reagan National Airport said that all takeoffs and landings have been halted at the airport. Federal Aviation Administration (FAA) and National… pic.twitter.com/0bn2xVC7pP
— ANI (@ANI) January 30, 2025
/anm-bengali/media/media_files/2025/01/30/cfgyjj.png)
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে যে, স্থানীয় সময় রাত ৯টার দিকে (ইএসটি) উইচিটা, কানসাস থেকে আসা একটি আঞ্চলিক জেট বিমান, একটি সামরিক ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সেই সময় যাত্রীবাহী বিমানটি অবতরণ করছিল বলেই জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর সামনে আসেনি। তবে আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েকজন যাত্রীই প্রাণ হারিয়ে থাকতে পারেন। যা জানা যাচ্ছে, পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যেই জরুরী তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
#WATCH | Aerial visuals of crews at Potomac River following the midair collision.
— ANI (@ANI) January 30, 2025
A commercial airliner collided with a military helicopter while heading towards Ronald Reagan National Airport. The Ronald Reagan National Airport said that all takeoffs and landings have been… pic.twitter.com/sSEPjrTAyM
/anm-bengali/media/media_files/2025/01/30/cryijk.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us