সীমান্তে ধরা পড়ল আইসিস জঙ্গি! নিউ ইয়র্কে এক ঝটকায় বহু ইহুদি হত্যা করতে চেয়েছিলেন পাকিস্তানি যুবক!

নিউ ইয়র্কে ইহুদি হত্যার পরিকল্পনা করে গ্রেফতার হলেন পাকিস্তানি যুবক।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistani man arrested

নিজস্ব সংবাদদাতা: এক পাকিস্তানি নাগরিককে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ করা হয়েছে। তার বিরুদ্ধে মার্কিন মাটিতে বড়সড় জঙ্গি হামলার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মুহাম্মদ শাহজেব খান (২০), যাঁর ছদ্মনাম শাহজেব জাদুন, নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি ইহুদি ধর্মীয় কেন্দ্রে আইসিসের (ISIS) সমর্থনে গণহত্যা চালানোর পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

isis terroist

শাহবেজ খানকে গত বছর মার্কিন-কানাডা সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছিল এবং চলতি সপ্তাহেই তাকে নিউ ইয়র্কে আনা হয়েছে। বিচার বিভাগের তথ্যে জানা গেছে, সে মার্কিন ভূখণ্ডে প্রবেশ করে ইহুদি হত্যার পরিকল্পনা করেছিল। অভিযোগে বলা হয়েছে, “এটা হবে ৯/১১-র পর মার্কিন মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলা,” — এমনটাই নাকি গর্ব করে বলেছিল শাহজেব খান।