New Update
/anm-bengali/media/media_files/2025/03/16/jwJI5IgEpS3vliyL3yOL.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলা চালালো বালোচ লিবারেশন আর্মি। বালোচিস্তানের নোশকির N-40 হাইওয়ের, রাক্ষানি মিল এলাকায় পাক সেনার ফ্রন্টিয়ার কর্পস (FC) বাহিনীর ওপর এই হামলা করা হয়। এই হামলার ফলে অন্তত ১২ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে এবং ২৬ জনের বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান।
/anm-bengali/media/media_files/0P6yeC3KuXO8uBaS0B1G.jpg)
যদিও বালোচ লিবারেশন আর্মির দাবি যে মৃতের সংখ্যা ৯০-এর বেশি। তবে পাকিস্তান সরকার এখনো বালোচ লিবারেশন আর্মির এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us