/anm-bengali/media/media_files/I0ZQEOup0wEL0Q8MNm1x.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইমরান খানের গ্রেফতারের পর থেকেই পাকিস্তানের পরিস্থিতি খারাপ হচ্ছে। এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একজন মহিলা পাক সেনাবাহিনীর গাড়ি দাঁড় করিয়ে ইমরান খানের সমর্থনে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তিনি দাবি করেছেন, ইমরান খান পাক সেনার জন্য কাজ করে চলেছে, আর তার প্রতিদানে পাক সেনাবাহিনী ইমরান খানের সমর্থকদের হত্যা করছে। তিনি শেহবাজ সরকারের বিরোধিতা করে দাবি করেন, শেহবাজ সরকার পাক সেনাবাহিনীর কথা ভাবেনা। শেহবাজ সরকারের জন্য পাক সেনারা সীমান্তে নিহত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। দেখুন কি বলেছেন ওই মহিলা-
یہ کیا ہو رہا ہے ، کون لوگ ہیں سول کپڑوں میں ...#pakistan#PakistanCivilWar#ImranKhanArrested#ImranKhanArrest#imranKhanPTI#ImranKhanOurRedLine#ImranKhanForPakistan#ImranKhanZindabadpic.twitter.com/yUgQX7C6WF
— Muhammad Hamza Ali Bhatti (@Bhatties68) May 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us