/anm-bengali/media/media_files/2025/08/21/8bed132b-7d00-4c0a-b1ab-32e8640483e6-2025-08-21-22-29-15.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানো ও দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বৃহস্পতিবার ঢাকার খাদ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আশা প্রকাশ করেন তিনি।
সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয়পক্ষ। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতিম দু'দেশের জনগণের কল্যাণে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সুযোগ আরও বাড়াতে চান তারা। সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/21/e6375d62-99db-4e85-8fcc-c422d9f209dc-2025-08-21-22-27-06.jpg)
এদিকে, অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্ট পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এদিন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে বুধবার রাতে ঢাকায় এসেছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us