ভারতের ভয়ে নাজেহাল পাকিস্তান! আন্তর্জাতিক সীমান্তের বাঙ্কার ফাঁকা করছে পাক সেনারা

ভারতের ভয়ে আন্তর্জাতিক সীমান্তের বাঙ্কার ফাঁকা করতে শুরু করেছে পাক সেনারা।

author-image
Tamalika Chakraborty
New Update
ceasefire-violation-by-pakistan-jammu-kashmir-1745892109


নিজস্ব সংবাদদাতা: নিশানা বড় বড় কথা বলা, কিন্তু পাকিস্তানের সাম্প্রতিক কার্যকলাপে পুরো বিশ্ব আজ হাসছে। এতটাই চাপে পড়েছে পাকিস্তান সেনাবাহিনী যে বাধ্য হয়ে কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যদিও তা ছিল অর্ধেক-আধুরো। ভারতের তরফ থেকে হামলার আশঙ্কায় সীমান্তে থাকা পাক রেঞ্জাররা নিজেদের পতাকা খুলে নেয়। বিষয়টি সামনে আসতেই দেশ-বিদেশে হাসির খোরাক হয় তারা। পরিস্থিতি সামাল দিতে পরে আবার পতাকা লাগালেও এখনও পর্যন্ত বাঙ্কারগুলো ফাঁকাই পড়ে রয়েছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত সরকার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়। তার পর থেকেই পাকিস্তানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগেই দেখা যায়, আন্তর্জাতিক সীমান্তে পাক সেনারা তাদের বাঙ্কার খালি করে দিয়েছে। এমনকি, বাঙ্কার থেকে পাকিস্তানের জাতীয় পতাকাও নামিয়ে নেয় রেঞ্জাররা।

এই ঘটনা ঘিরে দেশজুড়ে শুরু হয় প্রবল সমালোচনা। লজ্জায় পড়ে অবশেষে আবার পতাকা লাগায় পাক বাহিনী, কিন্তু সাহস করে বাঙ্কারে ফিরতে পারেনি এখনও। সীমান্তবর্তী পোস্টগুলো এখনো ফাঁকা পড়ে রয়েছে।

a

এদিকে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেন যে ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আক্রমণ চালাতে পারে। এর মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীতে শুরু হয়েছে ইস্তফার হিড়িক। গত ৪৮ ঘণ্টায় অন্তত ২৫০ জন সেনা আধিকারিক ও অফিসার পদত্যাগ করেছেন। পাশাপাশি প্রায় ২,৫০০ সেনা সদস্য শারীরিক ও মানসিক চাপের কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন।

এই পরিস্থিতি এখন গোটা বিশ্বের নজরে — সাহসের বড়াই করা দেশটি এখন ভয়ের ছায়ায় জর্জরিত।