পাকিস্তানে বড় হামলা রুখল ‘ভুল বিস্ফোরণ’! বিস্ফোরকসহ উড়ে গেল আত্মঘাতী হামলাকারী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বন্নুতে আত্মঘাতী হামলার আগেই বিস্ফোরণ ঘটে নিহত হয় জঙ্গি জিয়াদ ওরফে হামজা। ইসলামাবাদে ১২ জন নিহতের দিনের মধ্যেই নতুন জঙ্গি তৎপরতা।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মঙ্গলবার অল্পের জন্য রক্ষা পেল একটি বড় শহর। সন্দেহভাজন এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরকভর্তি মোটরবাইক নিয়ে হামলার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু লক্ষ্যবস্তুর কাছে পৌঁছনোর আগেই বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই উড়ে যায় সে। ফলে কোনও প্রাণহানি হয়নি, কোনও বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়নি।

ঘটনাটি ঘটেছে বন্নু জেলার সুরানি এলাকার দোয়া ঘোড়া ব্রিজের কাছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম জিয়াদ ওরফে হামজা। দীর্ঘদিন ধরে পুলিশ এবং সিটিডি কর্মকর্তাদের টার্গেট করে হত্যা করার পিছনে তার নাম উঠে এসেছে। আইইডি বানানোর কুখ্যাত দক্ষতা ছিল তার। তদন্তকারীরা বলছেন, বোমা বানানো এবং সেটি স্থাপন করার বিষয়ে সে ছিল বিশেষজ্ঞ, এবং একই কারণে তাকে বহুদিন ধরে খুঁজছিল নিরাপত্তা বাহিনী।

হামলার সময় তার সঙ্গে থাকা আরেক সহযোগী আহত অবস্থায় পালাতে সক্ষম হয়। তাকে খুঁজে বের করতে ইতিমধ্যেই বড় সার্চ অপারেশন শুরু হয়েছে। বিস্ফোরণের জায়গা থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, গুলি এবং বোমা বানানোর নানা উপকরণ। তদন্তকারীরা বলছেন, এই বিস্ফোরণ না ঘটলে বন্নু শহরে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত।

pakistan suicide blast

এ ঘটনাটি ঘটল ইসলামাবাদের ভয়াবহ আত্মঘাতী হামলার কিছু দিনের মধ্যেই। সেখানকার আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে মারা গিয়েছিল কমপক্ষে ১২ জন। দশ বছর পর রাজধানীতে এমন রক্তক্ষয়ী হামলা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রশ্ন তুলে দিয়েছে। সেই ঘটনার পর থেকেই উত্তেজনা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কেও।

ইসলামাবাদের হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সরাসরি বলেছিলেন, দেশ “যুদ্ধ পরিস্থিতিতে” রয়েছে এবং এই হামলার পেছনে আফগানিস্তানের পক্ষ থেকে ‘বার্তা’ ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আফগানিস্তান যদি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পাকিস্তানও ‘ক্ষমতা প্রয়োগ’ করতে বাধ্য হবে। তবে কাবুল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সীমান্তে গোলাগুলি, ব্যর্থ বৈঠক— দুই দেশের উত্তাপ এখনই প্রশমিত হওয়ার কোনও লক্ষণ নেই।

এর মাঝেই বন্নুতে আত্মঘাতী হামলার এই ব্যর্থ প্রচেষ্টা পাকিস্তানে নতুন করে অস্থিরতা বাড়িয়েছে। তদন্তকারীরা বলছেন, জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে, এবং আগামী দিনে আরও কড়া নজরদারি চালাতে হবে।