পাকিস্তানের মাথায় চলছে কি? কেন বন্ধ হয়ে গেল আকাশসীমা?

বিশ্বের সকল দেশের জন্যে আকাশপথ বন্ধ করে দিল পাকিস্তান। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Flight

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভয় পেয়েছে কি পাকিস্তান? নাকি যুদ্ধের আগাম প্রস্তুতি সারছে তারা? এখন এই দুই প্রশ্নই কিন্তু জোরালো হচ্ছে। কেননা, ভারতের বিমান পরিষেবা বন্ধ করার পর এবার পাক দেশ আরও সতর্ক। বিশ্বের সকল দেশের জন্যে তাঁদের আকাশপথ বন্ধ করে দিল পাকিস্তান। 

pakistan air force

যা জানা যাচ্ছে, পাকিস্তান আজ অর্থাৎ ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ রাখবে সকল দেশের জন্য। অর্থাৎ এই সময়সীমার মধ্যে বিমান যেমন উড়বে না তেমনি অবতরণ করবে না। এমনকি কোনও দেশের বিমান, হেলিকপ্টার কিংবা সামরিক বিমান কোনও কিছুই তাঁদের আকাশ সীমা অতিক্রম করতে পারবে না এই ৪৮ ঘণ্টা। ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত এই আকাশসীমা বন্ধ থাকবে। তাহলে কি এর মধ্যেই কোনও প্রস্তুতি সারছে তারা?